ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘বিতর্ক আমাদের সৌন্দর্য, যুক্তিই আমাদের শক্তি’ এই মূলমন্ত্রকে প্রতিপাদ্য করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর আয়োজনে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে।     

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।  

এ সময়  ডিবেটিং  সোসাইটি অব এইচএসটিইউ এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর ড.মো. খালেদ হোসেন, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো.তারিকুল ইসলাম, সহকারি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাজিব হাসান উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও অনুষ্ঠানে এবং বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে শেখ মাহাথির মোহাম্মদসহ ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ অন্যান্য সদস্যবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,’আমি ভালো বিতার্কিক না হলেও টিভিতে যখন বির্তক হয় তখন শত ব্যস্ততা থাকলেও বিতর্ক অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করি। তোমরা যারা এর সাথে জড়িত তাদের সকলের জন্য শুভ কামনা রইল।’    

উল্লেখ্য, হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সার্বিক সহযোগিতায় ও ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ আয়োজনে হাবিপ্রবির আটটি অনুষদের অধীনে মোট ৩২ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উক্ত প্রতিযোগীতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে সেরা ২০ বিতার্কিককে খুঁজে বের করা হবে। তাঁরা পরবর্তীতে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিবে।  

কেআই/এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি